নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলা পুলিশের উদ্যোগে ফালাকাটা থানার অন্তর্গত কাদম্বিনী চা বাগানের মাঠে শুরু হলো ডুয়ার্স কাপ ফুটবল টুর্নামেন্ট। জানা গিয়েছে, ওই ফুটবল টুর্নামেন্টে মোট ১৯ টি দল অংশগ্রহণ করেছে। এদিনের ওই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষ চন্দ্র রায় ছিলেন বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় দাস, তাপস বর্মন সহ ফালাকাটা থানার পুলিশ আধিকারিকগণ।