গত দুই দিনের অতি ভারী বৃষ্টিপাতের ফলে গড়বেতার শিলাবতী নদীর জল বেড়ে যাওয়ায় বাঁশের সাঁকোর একাংশ জলের তলায়,বিপদজনক ভাবেই পারাপার।

0
26

পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- গত দুই দিনের অতি ভারী বৃষ্টিপাতের ফলে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন হঠাৎ গড়বেতার গনগনির মাঝ হয়ে যাওয়া শিলাবতী নদীর জল বেড়ে যাওয়ায় ৬ নম্বর আগরা অঞ্চলের একাধিক গ্রামের চলাচলের জন্য বাঁশের সাঁকোর একাংশ জলের তলায়, বৃহস্পতিবার সকালে সেই বাসের সাঁকো দিয়ে বিপদজনকভাবে পারাপার করতে দেখা গেল স্কুল পড়ুয়া থেকে শুরু করে স্থানীয় মানুষজনকে,জানা গিয়েছে অঞ্চলের বাস থেকে ছটি গ্রামের মানুষ যাতায়াত করে। তবে এই বিপদজনক ভাবে পারাপারের ফলে যখন তখন ঘটে যেতে পারে অপ্রীতিকর ঘটনা,এমনটাই আশা করছে গ্রামের মানুষজন।