ডেঙ্গির প্রকোপ কি ভাবে রোধ করা যায়, সেই ডেঙ্গি নিয়েই সাধারণ মানুষদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল ফালাকাটা পুরসভা।

0
18

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:–ডেঙ্গির প্রভাব দেখা দিয়েছে ফালাকাটায়। ডেঙ্গির প্রকোপ কি ভাবে রোধ করা যায়, সেই ডেঙ্গি নিয়েই সাধারণ মানুষদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল ফালাকাটা পুরসভা। ডেঙ্গি রোগের প্রতিরোধের অঙ্গ হিসাবে গাপ্পি মাছ ছাড়া হলো ফালাকাটা পুরসভার তরফে। বুধবার এই গাপ্পি মাছ ছাড়ার প্রক্রিয়া শুরু করল ফালাকাটা পুরসভা। বিভিন্ন ওয়ার্ডের নর্দমায় ছোট জলাশয় গুলোতে ছাড়া হয়েছে গাপ্পি মাছ। পুরসভার পক্ষ থেকে জানা গিয়েছে, ফালাকাটা শহরের ১৮ টি ওয়ার্ডে গাপ্পি মাছ ছাড়ার পাশাপাশি, প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গি থেকে বাচতে কি কি স্বাস্থ্যবিধি মেনে চলা উচিৎ, সে সম্পর্কে পৌর কর্মীরা বিস্তারিত বলছেন।