নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ৩১ জুলাই : – তন্ত্র সাধনার নামে বোকা বানিয়ে এক পরিবারের কাছ থেকে কুড়ি লক্ষ টাকার মূল্যের সোনার অলংকার নিয়ে চম্পট দেওয়া এক জ্যোতিষীকে পাকড়াও করে বিক্ষোভ দেখালো এলাকাবাসী। এদিন স্বঘোষিত ওই জ্যোতিষীকে আটকে রাখার খবর পেয়ে বালুঘাট থানার পুলিশ এলাকায় গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ওই প্রতারিত পরিবারের পক্ষ থেকে বালুরঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
বালুরঘাট শহরের ছিন্নমস্তা কলোনী এলাকার রামানন্দ পালের অভিযোগ, বালুরঘাট শহরের বাসিন্দা ওই অভিযুক্ত জ্যোতিষী শিলিগুড়ির একটি মন্দিরে থাকে। তিনি কয়েক বছর আগে তাদের বাড়িতে এসে রামানন্দবাবুর স্ত্রী মারা যাবে বলে ভবিষ্যৎবাণী করেন। তাকে বাঁচাতে সোনার গহনা দরকার হবে বলে দাবি করে ওই জ্যোতিষী। কিন্তু রামানন্দ বাবু তা বিশ্বাস করেননি। তার স্ত্রী মারাও যান। এরপরে তার মেয়ে মারা যাবে বলে ওই জ্যোতিষী ভবিষ্যৎ বানী করেন। রামানন্দ বাবু তা বিশ্বাস করে করেন এবং তিনি জ্যোতিষীর কথামতো প্রচুর সোনা গয়না নিয়ে যান। সেগুলি শুদ্ধিকরণের নামে নিয়ে চম্পট দিতে চায় ওই জ্যোতিষী। আরে পড়ে কাকে আটকে রেখে বিক্ষোভ দেখায় এলাকাবাসী তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।