পৃথিবীর ভারসাম্যতা রক্ষার্থে এবং সবুজায়নকে ধরে রাখতে গড়বেতা শহরকে গ্রীন করার লক্ষ্যে আলোর পরশ সংস্থার উদ্যোগে চারা গাছ বিতরণ ।

0
71

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পৃথিবীর ভারসাম্যতা রক্ষার্থে এবং সবুজ আইনকে ধরে রাখতে রাজ্য প্রশাসন থেকে শুরু করে ব্লক প্রশাসনের তরফে একাধিক কর্মসূচির মধ্য দিয়ে বৃক্ষরোপন সহ বৃক্ষরোপণ করার বার্তা দিচ্ছেন প্রশাসনিক আধিকারিকেরা, পাশাপাশি এগিয়ে এসেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলি, বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা শহরে “আলোর পরশ” নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে গড়বেতা শহরকে গ্রীন করার লক্ষ্যে BDO অফিস প্রাঙ্গণ থেকে শুরু করে বাড়ি-বাড়ি এবং বিভিন্ন দোকানে গিয়ে চারা গাছ বিলি করা হয়।