বালুরঘাট শহরের তারণচন্দ্র হাই স্কুলে অসামাজিক কার্যকলাপ রুখতে বিশেষ উদ্যগ।

0
24

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ১ আগস্ট:- বালুরঘাট শহরের তারণচন্দ্র হাই স্কুলে দিন দিন বাড়ছে অসামাজিক কার্যকলাপ। পাশাপাশি অসামাজিক কার্যকলাপ লেগেই রয়েছে মাঝেমধ্যে স্কুলের মাঠে। প্রায় দিনই স্কুলের বিভিন্ন জিনিস চুরি যাচ্ছে। এই বিষয় নিয়ে পুলিশ ও প্রশাসনকে জানালো হলেও এখন পর্যন্ত কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। স্কুলের এই সমস্যা স্থায়ী ভাবে মেটাতে স্কুলের মাঠ ঘেরা ও স্কুলের একটা অংশ উন্মুক্ত তা ঘেরা দরকার। তা না হলে এই সমস্যা লেগেই থাকবে। মূলত স্কুল ছুটির পর এই অসামাজিক কার্যকলাপ বাড়ে৷ এনিয়ে সমস্যায় স্কুল কর্তৃপক্ষ। কিছু দিন আগে স্কুলের জলের পাম্প চুরি গেছে। এছাড়াও একাধিক জিনিস চুরি যাচ্ছে। এনিয়ে পুলিশ প্রশাসনকে জানালে পুলিশ রেড করে কিন্তু কিছু দিন পর আবার যেই সেই হয়ে যায়। মাঠ ঘেরা না হলে অসামাজিক কার্যকলাপ আটকানো সম্ভব নয় বলেই স্কুল কর্তৃপক্ষের দাবি। এর পাশাপাশি স্কুলে সিসিটিভির প্রয়োজন রয়েছে। তা হলে অনেকটাই এমন কার্যকলাপ আটকানো সম্ভব।