ভরা শ্রাবণেও গরমের আঁচ মাত্রা ছাড়িয়েছে ডুয়ার্সে। 

0
19

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ভরা শ্রাবণেও গরমের আঁচ মাত্রা ছাড়িয়েছে ডুয়ার্সে। মাঝেমধ্যে কয়েক পশলা বৃষ্টির পরেই বাড়ছে ভ্যাপসা অস্বস্তি। এই অস্বস্তিকর গরমের হাত থেকে পড়ুয়াদের মুক্তি দিতে স্কুল মর্নিং শিফটে করার সিদ্ধান্ত নিল জটেশ্বর বোর্ড ফ্রি প্রাথমিক স্কুল। তপ্ত দুপুরে প্রাথমিকের পড়ুয়াদের গরমের হাত থেকে রেহাই দিতে স্কুলের সময় এগিয়ে আনা হলো। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বর বোর্ড ফ্রি প্রাথমিক স্কুলের সময় সকাল ১০টা ৫০-এর পরিবর্তে সকাল সাড়ে ছ’টায় করা হয়েছে। বুধবার থেকে সকালের শিফটে স্কুল চালু হলো জটেশ্বর বোর্ড ফ্রী প্রাথমিক স্কুলে। স্কুলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরা।

অভিভাবকদের একাংশ জানাচ্ছেন, প্রচণ্ড গরমে স্কুলে গিয়ে হাঁসফাঁস করছে পড়ুয়ারা। অসুস্থও হয়ে পড়ছে অনেকে। সেই সময়ে পরিস্থিতি অবর্ণনীয় হয়ে উঠছে। দুঃসহ গরমে শরীরে জল কমে গিয়ে দেখা দিচ্ছে ‘ডিহাইড্রেশন’ সমস্যাও। সেই অবস্থায় জটেশ্বর বোর্ড ফ্রি প্রাথমিক স্কুলের এই সিদ্ধান্তে পড়ুয়ারা গরমের হাত থেকে অনেকটাই রেহাই পাবেন। এদিকে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল চন্দ্র বর্মন জানিয়েছেন, ‘এই আবহাওয়া পড়ুয়াদের অস্বস্তিতে ফেলেছে। সব দিক বিবেচনা করে আমরা সকালে ক্লাসের সিদ্ধান্ত নিয়েছি।’