সাইবার হানার কারণে বন্ধ সমবায় ব্যাংক গুলিতে অনলাইন পরিষেবা,ভোগান্তি চন্দ্রকোনারোডে গ্রামীণ ব্যাংকে।

0
21

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সাইবার হানার কারণে ভারতবর্ষের বিভিন্ন সমবায় ব্যাংকগুলিতে অনলাইন পরিষেবা বন্ধ,এইরকমই একটি বিদ্যাসাগর কোঅপারেটিভ ব্যাংক রয়েছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনারোডে,অন্যান্য ব্রাঞ্চের মতন এই ব্রাঞ্চ ও অনলাইন পরিষেবা বন্ধ,স্বাভাবিক কারণে মানুষের ভোগান্তি বাড়ছে,তবে ব্রাঞ্চ ম্যানেজার রবি শংকর মাল জানান সাধারণত গ্রামীণ ব্যাংকে কৃষক ও বয়স্কদের লেনদেন হয়, এর ফলে তারা অনলাইন ট্রানজেকশন কমই করেন,সেই কারণে খুব বেশি সংখ্যক গ্রাহকের সমস্যা হচ্ছে না,তবে কিছু শিক্ষিত মানুষ রয়েছেন যারা অনলাইনে লেনদেন করেন তাদের একটু সমস্যা হচ্ছে, তবে আশা করছি দু-একদিনের মধ্যে এই সমস্যা মিটে যাবে। কিছু গ্রাহক ছিলেন যারা অনলাইন ট্রানজেকশন করেন তাদের একটু অসুবিধা হচ্ছে বলে তারা জানিয়েছেন।