২৬ এর বিধানসভা নির্বাচনের আগে নতুন প্রজন্মের হাতে তুলে দিতে হবে ব্যাটন, এমনই দাবী করলেন আরএসপির রাজ্য সম্পাদক।

0
109

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর:-  ২৬ এর বিধানসভা নির্বাচনের আগে নতুন প্রজন্মের হাতে তুলে দিতে হবে ব্যাটন, বয়স্ক কমরেডরা সব কাজ করার করার মত শারীরিকভাবে সক্ষম নন। তাই নতুন ব্রিগেডেই ভরসা আরএসপির রাজ্য সম্পাদকের তপন হোড়ের । বুধবার দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদক মন্ডলীর মিটিং এর পর আরএসপির জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এমনই দাবী করলেন আরএসপির রাজ্য সম্পাদক। ২০২৫ সাল পর্যন্ত অবশ্য জেলা সম্পাদকের দায়িত্ব সামলাবেন বালুরঘাট পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান এবং মহিলা সমিতির রাজ্য সহ-সভাপতির দায়িত্বে থাকা সুচেতা বিশ্বাস।
নতুন দায়িত্ব পেয়ে আরএসপি নেত্রী সুচেতা বিশ্বাস জানান আগামী দিনে তিনি গণসংগঠনগুলিকে মজবুত করার লক্ষ্যে এগবেন কারণ সেখান থেকেই নতুন নেতা তৈরি হয় এবং নতুন প্রজন্মকে গণসংগঠনগুলি থেকেই তুলে আনতে হবে তাই আগামী যে কতদিন তিনি জেলা সম্পাদকের দায়িত্ব থাকবেন তিনি সেই লক্ষ্যেই কাজ করবেন।