ইন্দাসের করিশুণ্ডার বিস্তীর্ণ এলাকার সদ্য রোপন হওয়া ধান জমির উপরে এক কোমর জল, হাহাকার চাষীদের।

0
31

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:-  প্রাকৃতিক বিপর্যয়ে আবারও শিরোনামে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের করিশুণ্ডা এলাকার বিস্তীর্ণ অঞ্চল পাহাড়পুর , সিমুলিয়া, গোবিন্দপুর, করিশুন্ডা সহ অন্যান্য এলাকা ।টানা বৃষ্টিতে বিপদজনক অবস্থার মধ্যে হাজার হাজার মানুষ।
চারিদিকে হাহাকার আর নিজের মনে বিলাপ কারন প্রকৃতি উপরে কেউ নেই, প্রকৃতির মার শ্রেষ্ঠ মার আর সেই মারেই একেবারে সর্বশান্ত করিশুণ্ডা এলাকার আমজনতা।
সদ্য আমন ধান পোঁতা হয়েছে জমিতে, কেউ নিজের জমিতে, কেউবা অন্যের জমি লিজ নিয়ে চাষ করে একটু সুখের মুখ দেখতে চেয়েছে কিন্তু হঠাৎ নিম্নচাপের টানা বৃষ্টি আর তাতে বন্যা পরিস্থিতি এলাকায়।
কৃষি জমির উপর দিয়ে কোমর সমান জলের স্রোতে ভেসে যাচ্ছে সদ্য রোপন করা ধান বীজ আর সেই চিত্র দেখে বুক ফাটছে চাষীদের।
কদিন পর প্রকৃতির নিয়মে আবারো জল সরে যাবে কিন্তু বিস্তীর্ণ এলাকার বিঘার পর বিঘা জমি ফসল হীন হয়ে পড়ে থাকবে অসহায় চাষীদের চোখের সামনে।
বছরের এই একটি ফসল না হলে তার প্রভাব পড়বে প্রতিটি সংসারে ।এমনিতেও প্রতিদিন নুন আনতে পান্তা ফুরায় অবস্থা চাষীদের তার উপরে যদি আমন ধান চাষ নাই হয় তবে সারা বছরের দুর্গতির শেষ থাকবে না আর এটা ভেবে আতঙ্কিত প্রত্যেকটি পরিবার।
নতুন করে ধান লাগানো যেতেই পারে কিন্তু পাবে কোথায় ধান বীজ, পাগল অবস্থা এলাকার চাষীদের।
এমতবস্থায় উল্লেখযোগ্য ভূমিকা চাই এলাকার কৃষি দপ্তরের কিন্তু আসবে কি এগিয়ে এলাকার কৃষি দপ্তর ?
দাঁড়াবে কি অসহায় চাষীদের পাশে ? অসহায় চাষীরা তাকিয়ে সেই দিকেই।