বেহাল রাস্তা যে কোন মুহূর্তে বড় ধরনের বিপদ ঘটতে পারে হুশ নেই প্রশাসনের ।

0
23

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : – বেহাল রাস্তা যে কোন মুহূর্তে বড় ধরনের বিপদ ঘটতে পারে হুশ নেই প্রশাসনের । দীর্ঘ দেড় বছর ধরে দুর্ভোগ সহ্য করতে হচ্ছে সাঁকরাইল ব্লকের নলপুর, রঘুদেববাটি, সারেঙ্গা, মানিকপুর, দক্ষিণ সাঁকরাইল, সাঁকরাইল এলাকার বাসিন্দাদের। মানিকপুর থেকে সাঁকরাইল চাঁপাতলা ভায়া ভারত কো-অপারেটিভ পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা খুবই বিপদজনক। সরকারি প্রকল্পের পানীয় জলের জন্য পাইপ পোতা হয়েছে রাস্তার পাশ দিয়ে। মানিকপুর খেয়াঘাটে চলছে জল প্রকল্পের কাজ। তারই জন্য এ রাস্তার বেহাল দশা। এতই বিপদজনক অবস্থা স্কুলের ছেলে মেয়েরা স্কুলে যেতে ভয় পায় যে কোনো সময় বিপদ ঘটতে পারে। কখনো টোটো কখনো অটো উল্টে যায় এর রাস্তার উপর। বর্ষার জল জমে এমন অবস্থা হয়ে আছে দেখে মনে হবে রাস্তা নয় ডোবা এমনি অভিমত পথ চলতি মানুষের। সারি সারি গাড়ি মাঝে মাঝে দাঁড়িয়ে যায়। মনে হবে যেন ওয়ান ওয়ে রাস্তা। কেউ কাউকে পাশ দিতে চায় না সামনে খাদ। প্রতিনিয়ত ওইভাবে জীবনে ঝুঁকি নিয়ে চলতে হয় সাঁকরাইল বাসীদের। ক্ষোভ ফেটে পড়লেন এলাকার বাসিন্দারা। কেউ কেউ বললেন ‘আমরা তো মানুষ নই তাই কেউ দেখতে পাচ্ছে না। এক্ষুনি যদি মুখ্যমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী মানিকপুরে আসে তড়িঘড়ি রাস্তায় সারাই হয়ে যাবে’। সাধারণ মানুষের কথা কেউই কর্ণপাত করছে না এমনই অভিযোগ এলাকাবাসীদের। এখন দেখার এ বিপদজনক রাস্তা কবে সারাই হয় সেই দিকে তাকিয়ে আপামর সাঁকরাইল এর বাসিন্দারা।