দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- রাস্তা নয় – দুর্ঘটনার ফাঁদ! বেহাল রাস্তার কারনে প্রায়-ই ঘটছে দুর্ঘটনা – রেলের রেক পয়েন্ট থেকে কার্যত বন্ধ পণ্য পরিবহন। লাভের বদলে ক্ষতির মুখে লড়ি ব্যবসায়ীরা, অভিযোগ রাস্তা সারাইয়ে হুশ নেই রেল কর্তৃপক্ষের। রামপুর রেক পয়েন্টের বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন বালুরঘাট ট্রাক ওনার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন। প্রান্তিক সীমান্তবর্তী দক্ষিণ দিনাজপুর জেলার ব্যবসায়ীদের সুবিধার্থে রামপুরে রেলের রেক পয়েন্ট চালু করেছিল রেল কর্তৃপক্ষ। রেক পয়েন্ট চালু করার ফলে ব্যবসায়ীরা তাদের পণ্য ট্রেনে করে আনতে শুরু করেছিল। ব্যবসায়ীদের সূত্রে জানা গিয়েছে প্রতি সপ্তাহে গড়ে ৩টি করে রেক আসছিল রামপুরের রেক পয়েন্টে। রেক পয়েন্ট থেকে পণ্য পরিবহনের জন্য প্রতিদিন ৮০ – ৯০টি লড়ি ভাড়া হত এই পণ্য পরিবহনের কাজে। ফলে রেক পয়েন্ট চালুর পর থেকে কিছুটা হলেও আর্থিক লাভের মুখ দেখতে শুরু করে ট্রাক মালিকরাও। কিন্তু সে সব যেন বর্তমানে অতীত। রামপুর স্টেশন থেকে রেক পয়েন্ট অবধি প্রায় ২০০ মিটার রাস্তা বেহাল থাকার কারনে বেশীরভাগ সময়ে দুর্ঘটনার কবলে পড়ছে রেলের রেক পয়েন্টে পণ্য পরিবহনে আসা ট্রাকগুলি। বালুরঘাট ট্রাক ওনার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি অশোক কুমার ঘোষ এবং সম্পাদক চঞ্চল সাহা-র বক্তব্য ইতিমধ্যেই তাদের ১২-১৩টি ট্রাক বেহাল রাস্তার কারনে দুর্ঘটনার শিকার হয়েছে, ৩০০০ টাকা আয় করতে গিয়ে ১৫০০০ টাকা গাড়ির পিছনে খরচা করতে হচ্ছে। তাদের অভিযোগ সমস্যার কথা রেল কর্তৃপক্ষকে জানিয়েও কোন সুরহা হয়নি। এও অভিযোগ রেলের পরিকাঠামো পরিদর্শনে দক্ষিণ দিনাজপুরে আসা ডিআরএমকেও তারা সমস্যার কথা জানিয়েছিলেন, যদিও তারপরেও বেহাল রাস্তার সংস্কার বা নির্মাণ আজও হয়নি। ফলে রামপুর রেক পয়েন্ট থেকে পণ্য পরিবহনে ট্রাক পাঠানো বন্ধ রেখেছেন ট্রাক মালিকরা। যে বিষয় নিয়ে সংবাদমাধ্যমের সামনে রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন বালুরঘাট ট্রাক ওনার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন। অন্যদিকে রাস্তা খারাপ থাকায় ভাড়ায় ট্রাক না মেলায় ব্যবসায়ীরাও রেক অর্ডার দিচ্ছেন না বলে খবর। বেহাল রাস্তা মেরামত বা নির্মাণের দাবীর পাশাপাশি রেক পয়েন্টে শেডের ব্যবস্থা করারও দাবী তুলেছেন ট্রাক মালিকরা। বেহাল রাস্তা নিয়ে রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে সুর চড়িয়েছেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র-ও। বিপ্লব মিত্র বলেন রেল কর্তৃপক্ষের উচিৎ রাস্তাটির মেরামত করে দেওয়া, যাতে রেক পয়েন্টের আসা পন্য পরিবহনে সুবিধা হয়। রেলের তো টাকার অভাব নেই, তাহলে কেন রেল করছে না বলেও এদিন তিনি প্রশ্ন তোলেন। এই বিষয়ে তিনি নাম না করে বালুরঘাটের সাংসদের উদ্দেশ্যে বলেন মানুষ ভোট দিয়ে সাংসদ বানিয়েছে, মন্ত্রী হয়েছে, এটা দেখা উচিৎ। অপরদিকে রাস্তাটি মেরামতের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য রেল প্রতিমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড: সুকান্ত মজুমদার।