আজ থেকে মালদহে শুরু হল তৃণমূল ছাত্র পরিষদের দু’দিন ব্যাপী কর্মশালা।

0
28

নিজস্ব সংবাদদাতা, মালদহ:- আজ থেকে মালদহে শুরু হল তৃণমূল ছাত্র পরিষদের দু’দিন ব্যাপী কর্মশালা। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ও মুর্শিদাবাদের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি থেকে তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব যোগ দিয়েছেন মালদহের প্রস্তুতি সভা ও কর্মশালায়। আগামী ২৮ আগস্ট কলকাতায় গান্ধী মূর্তির প্রাদদেশে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জনসমাবেশ। যেখানে মূল বক্তা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঐতিহাসিক ওই সমাবেশের প্রস্তুতি, একইসঙ্গে দু’দিনের কর্মশালা শনিবার শুরু হল মালদা কলেজ অডিটোরিয়ামে। এই প্রস্তুতি সভায় যোগ দেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃনাঙ্কুর ভট্টাচার্য, প্রতিষ্ঠাতা সভাপতি বৈশ্বানর চট্টোপাধ্যায় প্রমূখ দলীয় নেতৃত্ব। আগামী রবিবারও মালদহ কলেজ অডিটোরিয়ামে চলবে এই কর্মশালা। যেখানে শিলিগুড়ির মেয়র গৌতম দেব, তৃণমূলের অন্যতম মুখ দেবাংশু ভট্টাচার্য প্রমূখ বিভিন্ন বিষয়ের ওপর কর্মশালায় বক্তব্য রাখবেন। উত্তরবঙ্গ এবং মুর্শিদাবাদের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ইউনিট প্রেসিডেন্ট, সম্পাদক সহ ছাত্র প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নিয়েছেন। আগামী ২৮ আগস্ট কলকাতায় সংগঠনের সমাবেশ সফল করার বিষয়েও এদিন আলোচনা হয়। উত্তরবঙ্গ থেকে বিপুল পরিমাণ ছাত্র প্রতিনিধি যোগ দেবেন কলকাতার সমাবেশে।