জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু ১৮ বছরের ছাত্রী এলাকা চাঞ্চল্য।

0
32

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : – জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু ১৮ বছরের ছাত্রী এলাকা চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে হাওড়া মালি পাঁচঘড়া থানার অন্তর্গত ভৈরব লেন এলাকায় । একটানা বৃষ্টিতে যখন চারিদিকে জল থৈ থৈ ঠিক তখনই ঘটলো এক মর্মান্তিক ঘটনা। ১৮ বছরের তরুণী সৌরভি দাসের জীবন এই ভাবে অকালে চলে যাবে কেউ ভাবতে পারিনি এলাকার বাসিন্দারা। যখনই শুনলেন এই মর্মান্তিক দুর্ঘটনা তখনই ক্ষোভে ফেটে পড়লেন এলাকার বাসিন্দারা। সূত্রের খবর এলাকার নির্মীয়মান বাড়ির বিদ্যুতের তার থেকেই দুর্ঘটনা বলে অভিযোগ। এলাকার বাসিন্দার জানালেন প্রায় সময় এখানে জল জমা থাকে বৃষ্টি না হলেও জল জমা থাকে। টাইম কলের জলেও জল জমা থাকে এই এলাকায় পুরো কর্তৃপক্ষের কোন হুঁশ নেই এমনই অভিযোগ এলাকার বাসিন্দাদের। পুরো কর্তৃপক্ষের গাফিলতিতেই এই বড় ধরনের দুর্ঘটনা ঘটলো। যদি আগে থেকে জল নিকাশী ব্যবস্থা ভালো থাকতো তাহলে এমন দুর্ঘটনা ঘটতো না। পূর্ব কর্তৃপক্ষ এবং প্রশাসন খতিয়ে দেখছেন কিভাবে দুর্ঘটনা ঘটলো। বিদ্যুৎপৃষ্ট হয়ে ছাত্রীর মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না এই নিয়ে এলাকায় শুরু হয় চাঞ্চল্য।