নিম্নচাপের বৃষ্টি সাথে জলাধার থেকে ছাড়া জলে হু হু করে জল বাড়ছে ঘাটালের ঝুমি নদীতে, প্লাবিত হয়েছে রাস্তা।

0
41

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের মনসুকা এলাকায় ঝুমি নদীর জলে প্লাবিত রাস্তাঘাট জল পেরিয়ে চলছে পারাপার। নিম্নচাপের বৃষ্টি অপরদিকে হুগলির দ্বারকেশ্বর নদীর জলের চাপে লাফিয়ে লাফিয়ে জল বাড়ছে ঘাটালের ঝুমি নদীতে। গতকাল থেকে ঝুমি নদীর উপর পারাপারের সাতটি বাঁশের সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল 50 টিরও বেশি গ্রাম নৌকো চড়ে ঝুমি নদীতে চলছে পারাপার। ঝুমি নদীর জল বেড়ে যাওয়ায় ঘাটালের খড়ার থেকে মনসুকা যাওয়ার যে গ্রামীণ সড়ক রাস্তা প্লাবিত হয়েছে ফলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। অপরদিকে ঘাটালের শিলাবতী, কেঠিয়া সহ একাধিক নদীতে বাড়ছে জল। শিলাবতী নদীর জল আরো বাড়লে প্লাবিত হতে পারে ঘাটালের বিস্তীর্ণ এলাকা। তবে যেভাবে বিভিন্ন জলাধার থেকে জল ছাড়া হচ্ছে তার ফলে ফুলে উঠছে রূপনারায়ন দবারকেশ্বর নদী এভাবে যদি জল ছাড়া হয় এবং সেই সাথে বাঁকুড়া পুরুলিয়ার কিছু অংশে যদি বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে ঘাটালের অবস্থা খুব খারাপ হতে চলেছে, এটা বলাই বাহুল্য।