বালুরঘাটের মঞ্চ থেকে লড়াইয়ের ডাক মীনাক্ষী-র, ভরা বর্ষনের দুপুরে মীনাক্ষী-র বক্তব্য শুনতে উপচে পড়ল ভীড়।

0
99

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- বালুরঘাটের মঞ্চ থেকে লড়াইয়ের ডাক মীনাক্ষী-র, ভরা বর্ষনের দুপুরে মীনাক্ষী-র বক্তব্য শুনতে উপচে পড়ল ভীড়। রাস্তায় ভিজে মাইকে মীনাক্ষী-র বক্তব্য শুনলেন একাধিক যুবক। যুবশক্তি-র ৫৭ বৎসর পূর্ত্তি উপলক্ষ্যে আলোচনা সভায় যোগ দিতে শনিবার বালুরঘাটে আসেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জি। এদিনের এই আলোচনা সভায় ডিওয়াইএফআই-এর প্রাক্তন রাজ্য সম্পাদক আভাস রায় চৌধুরী সমেত একগুচ্ছ বাম যুব নেতা উপস্থিত থাকলেও মধ্যমনি ছিলেন কার্যত মীনাক্ষী মুখার্জি। সভা মঞ্চে বক্তব্য রাখতে উঠে এদিন একদিকে সংগঠনকে চাঙ্গা করতে উপস্থিত যুবদের উদ্দেশ্যে জ্বালাময়ী বক্তব্য রেখে তাতান তেমনি উল্টো দিকে আবার নাম না করে বর্তমান কেন্দ্রীয় সরকারের অসীন থাকা শাসক দলের উদ্দেশ্যে একেরপর এক আক্রমণ করেন। সহকর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে মীনাক্ষী মুখার্জি বলেন রাস্তায় যে লড়াই থাকে সেই লড়াইটা মগজেও থাকে, মগজে ধার দিয়ে রাস্তার লড়াইকে আরও বেশী সংঘবদ্ধ করতে চাই। লোকসভা নির্বাচনে রাজ্যে বামেদের ভরাডুবির পর ফের একবার যুব সমাজকে হাতিয়ার করে ঘুরে দাঁড়াতে মরিয়া মীনাক্ষী মুখার্জি এদিন সংগঠনের সহকর্মীদের উদ্দেশ্যে বলেন প্রতিকুল পরিস্থিতিতে একসাথে থেকে রাস্তার লড়াই থেকে মগজের লড়াইয়ে জিতে আসার মত মানসিকতা তৈরী করার জন্য আমরা প্রত্যেকে এক জায়গায় থাকব। এরপরেই বাম বিরোধী রাজনৈতিক দলগুলির উদ্দেশ্যে হুশিয়ারি ছুড়ে মীনাক্ষী মুখার্জি বলেন রাজ্য বিরোধী, যুব বিরোধী, মানুষ বিরোধী যে মতামত যে দিশা যে পলিসি তার বিরুদ্ধে লড়াইটা কঠিন কিন্তু অসম্ভব নয়। মীনাক্ষী-র বক্তব্যে এদিন ছিল বাংলা ভাগের প্রসঙ্গ-ও। মীনাক্ষী মুখার্জি বলেন ডিওয়াইএফআই-এর কর্মীরা শহীদ হয়েছেন বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে বাংলা ভাগের বিরুদ্ধে। তাই লড়াইয়ের প্রতিবাদের রেজিস্টারে সংখ্যা যদি কমও হয়ে যায় মানুষের সংখ্যা – মতামতের সংখ্যা তাই বলে যারা সংখ্যাগোরিষ্ঠ তাদের সিদ্ধান্ত তাদের অভিমুখ যে ঠিক কথা বলছে তা নয়। তাৎপর্যপূর্ণ বিষয় হলো এদিন মীনাক্ষী মুখার্জি-র বক্তব্য দেওয়ার সময় বালুরঘাটের কলেজ মোড় এলাকায় একাধিক যুবককে বৃষ্টিতে ভিজে বক্তব্য শুনতে দেখা গেছে। যে প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে ঐ যুবকদের বক্তব্য – “মীনাক্ষী মুখার্জি বেকার যুবকদের কর্মসংস্থানের দাবীতে বক্তব্য দেয়, তাই মীনাক্ষী-র বক্তব্য শুনি”। যে বিষয় সম্পর্কে জেলার রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের বক্তব্য নির্বাচনে বামেদের প্রাপ্ত ভোট কমলেও বামেদের একাধিক যুব নেতা – নেত্রীর সাধারণ যুবকদের মনে দাগ কাটতে সমর্থ হয়েছে, যাদের মধ্যে মীনাক্ষী মুখার্জি অন্যতম।