স্ত্রী’র জন্মদিনে বৃক্ষরোপনের বার্তা নিয়ে গড়বেতার পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়ের মানুষের পাশে স্বামী-স্ত্রী।

0
28

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- স্ত্রী’র জন্মদিনে বৃক্ষ রোপনের বার্তা নিয়ে পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়ের মানুষের পাশে স্বামী-স্ত্রী, জানা গিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের রাউলিয়া গ্রামের বাসিন্দা সমীর ভট্টাচার্যের স্ত্রী সম্পদ ভট্টাচার্যের জন্মদিন ছিল শনিবার,সেই জন্মদিন উপলক্ষে পৃথিবীর ভারসাম্যতা রক্ষার্থে এবং সবুজ আইনকে ধরে রাখতে বৃক্ষরোপনের বার্তা নিয়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের পাশে দাঁড়ালেন স্বামী স্ত্রী,এই দিন গড়বেতার বন্ধু সমাজ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের সাথে নিয়ে বুড়িয়ামি,কইমা পিছিয়ে পড়া আদিবাসী গ্রামে গিয়ে এই বর্ষায় ডেঙ্গুর উপদ্রব থেকে পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়ের মানুষজনকে রক্ষার্থে তুলে দেওয়া হলো মশারি,মিষ্টিমুখ করানোর পাশাপাশি প্রত্যেক মানুষজনের হাতে তুলে দেওয়া হয় চারা গাছ, পাশাপাশি গড়বেতা হাসপাতালে একই কর্মসূচিতে সামিল হয় স্বামী-স্ত্রী।