আত্রেয়ী নদীর ভাঙন বাড়ছে বালুরঘাটের ডাঙ্গি এলাকায়।

0
12

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ৩রা আগস্ট:-  আত্রেয়ী নদীর ভাঙন বাড়ছে বালুরঘাটের ডাঙ্গি এলাকায়। একটু একটু করে নদী গর্ভে তলিয়ে যাচ্ছে ডাঙ্গি ফরেস্টের বহু সরকারি গাছ। প্রতি বছর ভাঙছে ডাঙ্গি ফরেস্ট। নদী ভাঙ্গন বাড়লেও নদীর প্পার বাঁধার জন্য কোন হেলদোল নেই প্রশাসনের বলেই অভিযোগ স্থানীয়দের। এবারও নদীতে বেশ কয়েকবার জলস্তর বৃদ্ধি পেয়েছিল। ফলে নতুন করে আবার পার ভাঙতে শুরু করেছে৷ এমনকি বাঁশের সাকোও তলিয়েও যায় নদীতে। বর্তমানে নৌকা করেই যাতায়াত করেন স্থানীয়রা যা নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়দের। দ্রুত সেই এলাকায় নদীর পার বাঁধাইয়ের দাবি তুলেছে স্থানীয় বাসিন্দারা। তা না হলে আগামী দিনে আরো বড়সড়ো ভাঙন দেখা যাবে ডাঙ্গি এলাকায়। শীতের সময় এই ফরেস্টে পিকনিক করার ভিড় সব থেকে বেশি নজরে আসে। কারণ বনদপ্তরে ফরেস্ট পিকনিক নিষিদ্ধ করা হয়েছে। তাই এই ফরেস্টে ভিড় বাড়ে। একেবারেই আত্রেয়ী নদীর পারেই রয়েছে ফরেস্টটি। স্থানীয়দের দাবি, বছর বছর ওই ফরেস্টের গাছ ও জমি নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। সেচ দপ্তর থেকেও এনিয়ে উদ্যোগ নেওয়া হয় না।