আলিপুরদুয়ার কোর্ট ফ্লাইওভার এলাকায় আনুষ্ঠানিকভাবে সান্ধ্যকালীন নোংরা আবর্জনা সংগ্রহ প্রক্রিয়া শুরু করলো আলিপুরদুয়ার পৌরসভা কর্তৃপক্ষ।

0
49

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- আলিপুরদুয়ার কোর্ট ফ্লাইওভার এলাকায় আনুষ্ঠানিকভাবে সান্ধ্যকালীন নোংরা আবর্জনা সংগ্রহ প্রক্রিয়া শুরু করলো আলিপুরদুয়ার পৌরসভা কর্তৃপক্ষ। জানা গিয়েছে, এলাকার নাগরিকদের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ তুলে দিতে দীর্ঘদিন ধরে প্রতিদিন সকাল বেলায় বিভিন্ন বাজার ঘাট এবং রাস্তার আশপাশের নোংরা আবর্জনা পরিষ্কার করত আলিপুরদুয়ার পৌরসভার কর্মীরা। তবে দিনের বেলা বাজার চলবার পর ওই বাজার এবং আশপাশের এলাকা নোংরা আবর্জনায় ভরে যেত। ফলে একপ্রকার সমস্যায় পড়তে হতো বাজারে আসা ব্যবসায়ী থেকে শুরু করে এলাকার নাগরিকদের। সেই ঘটনায় আলিপুরদুয়ার শহরের বিভিন্ন এলাকার বাজার ঘাট থেকে দুই বেলা নোংরা আবর্জনা সংগ্রহ করার চিন্তা ভাবনা গ্রহণ করে পৌরসভা। এদিন আনুষ্ঠানিকভাবে আলিপুরদুয়ার পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর ও ভাইস চেয়ারম্যান মাম্পি অধিকার সহ অন্যান্য ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত থেকে সন্ধ্যাকালীন নোংরা আবর্জনা সংগ্রহের প্রক্রিয়ার সূচনা করেন। জানা গিয়েছে, এখন থেকে সকাল বেলার পাশাপাশি সন্ধ্যেবেলাতেও আলিপুরদুয়ার পৌরসভার অন্তর্গত বিভিন্ন বাজার ঘাট থেকে নোংরা আবর্জনা সংগ্রহ করবে পৌরসভার কর্মীরা।