গ্রাম বাংলার দিকে মাঠ-ঘাট জলে ভোরে যাওয়ার পাশাপাশি শহর বর্ধমানের মানুষজন ও পড়েছেন জল নাকালে।

0
25

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণবঙ্গে দুই দিন ধরে প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতেও। গ্রাম বাংলার দিকে মাঠ-ঘাট জলে ভোরে যাওয়ার পাশাপাশি শহর বর্ধমানের মানুষজন ও পড়েছেন জল নাকালে। গত কালকে থেকে আজ শুক্রবার নাগাড়ে বৃষ্টি হওয়ার দরুন পৌরসভার ৭-১০-১১ নম্বর ওয়ার্ড সহ কালনা গেট এলাকা জলে একেবারে থৈ থৈ করছে। কালনা গেট জলে ভরে থাকায় যান চলাচলের পাশাপাশি অসুবিধায় সাধারণ মানুষজন। যদিও বিকল্প রাস্তা আছে কিন্তু তার পাশে ইডেন ক্যানেল থাকায় শঙ্কায় এলাকার মানুষজন। ইডেন ক্যানেলের জল কানায় কানায় বইছে, এর পরেও যদি বৃষ্টি হয় তাহলে সেই জল হয়তো প্রবেশ করবে এলাকায়, আর তাতেই প্রবল অস্বস্তি-তে এলাকার সাধারণ মানুষজন। তবে এই পরিস্থিতি-তে প্রশাসন কেই কাঠগোড়ায় তুলছেন এলাকার মানুষ।