জেলার ব্লাড ব্যাংক গুলিতে রক্তসংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করল ডালিমপুর বয়েজ ক্লাব।

0
51

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- রক্তদান জীবন দান। জেলার ব্লাড ব্যাংক গুলিতে রক্তসংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করল ডালিমপুর বয়েজ ক্লাব। রবিবার স্বেচ্ছায় রক্তদান শিবিরটির আয়োজন করা হয় ফালাকাটা ব্লকের ডালিমপুর হেমন্তময়ী এস সি প্রাথমিক বিদ্যালয়ে। এদিনের শিবিরে বীরপাড়া ব্লাড ব্যাংকের সহযোগিতায় রক্ত সংগৃহীত হয় বলে জানা গিয়েছে। এদিনের ওই রক্তদান শিবিরের উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবী অম্লান গিরি, সন্তোষ রায় ছিলেন ডালিমপুর হেমন্তময়ী এস সি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শংকর ভৌমিক, ডালিমপুর বয়েজ ক্লাবের সম্পাদক দিলীপ মল্লিক, বাদল চৌধুরী, ক্লাব সভাপতি চিন্ময় সরকার, সমীর পাল, ছিলেন বিশিষ্ট সমাজসেবী দীপঙ্কর মন্ডল, অমল দাস সহ আরো অনেকে। এদিন প্রত্যেক রক্তদাতা হাতে গাছের চারা ও সার্টিফিকেট তুলে দেওয়া হয় ক্লাবের পক্ষ থেকে। ডালিমপুর বয়েজ ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সর্বস্তরের মানুষ।