তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ উন্নয়ন নিয়ে বৈঠকে সাংসদ অভিজিত গাঙ্গুলি ।

0
63

তমলুক, নিজস্ব সংবাদদাতাঃ- রাজ্য সরকারের হাত ধরে তমলুকে গড়ে উঠেছে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ। সেই কলেজের পরিকাঠামো চিকিৎসা পরিষেবার বিষয়ে শনিবার তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন। সাংসদ তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজের অধ্যক্ষ শর্মিলা মল্লিকের কাছ থেকে পরিকাঠাগত বিষয়ে জানেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিত গাঙ্গুলি জানান, মেডিক্যাল কলেজের যে পরিকাঠামোর প্রয়োজন তা অনেক কম। তাই পরিকাঠামো বাড়ানো এবং চিকিৎসা পরিষেবা জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করতে হবে। আমি সমস্ত বিষয়টি জানলাম আগামীদিনে যাতে সুন্দর পরিষেবা মেলে তার ব্যবস্থা করবো।

অধ্যক্ষ শর্মিলা মল্লিক জানান,দীর্ঘ সময় ধরে কলেজের বিষয় আলোচনা হয়। এই মুহুর্তে আমাদের একটি উন্নতমানের হাসপাতালের প্রয়োজন তা আমরা জানালাম। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন বিষয়টি কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরকে নিয়ে তা করার ব্যবস্থা করা হবে।

সাংসদ হওয়ার পর প্রথম তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে যান। ফুল উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা জানানো হয় তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজের পক্ষ থেকে।।