ফের জাতীয় সড়ক বাইপাসের চাঙ্গর ভেঙে পড়ায় আতঙ্ক।

0
17

নিজস্ব সংবাদদাতা, মালদা, ২ আগস্ট :- ফের জাতীয় সড়ক বাইপাসের চাঙ্গর ভেঙে পড়ায় আতঙ্ক।
শুক্রবার ভোরে ঘটনাটি ঘটে মালদা শহরের রামনগর কাচারি এলাকায়। এর আগেও একই জায়গায় সিমেন্টের চাঙ্গর ভেঙে পড়েছিল বাইপাস সেতু থেকে। সিমেন্টের চাঙর ভেঙে ফুটো হয়ে যায় বাইপাস সেতুর। এপার ওপার দেখা যাচ্ছে সেই ফুটো দিয়ে। হেলদোল নেই জাতীয় সড়ক কর্তৃপক্ষের। রামনগর কাচারি এলাকায় বাইপাস সেতুর নিচে বসে একটি ছোট্ট বাজার। চাঙর ভেঙে পড়ায় আতঙ্ক ছড়িয়েছে ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। গত কয়েকদিন ধরে অল্প অল্প চাঙ্গর ভেঙে পড়ছিল বাইপাস সেতুর। মহানন্দা নদীর উপর দিয়ে গেছে এই সেতু। চাঙর ভেঙে সেতু ফুটো হয়ে যায়। তড়িঘড়ি মেরামত না করলে বড়সড়ো দুর্ঘটনা ঘটতে পারে ওই এলাকায় ।
যদিও বাইপাসের চাঙর ভাঙ্গা এলাকায় প্লাস্টিকের ডিভাইডার রাখা হয়েছে। আতে কোনো যানবাহন তার উপর দিয়ে চলাচল না করে।