বনকি আদিবাসী পাড়া শিশু শিক্ষা কেন্দ্রে হাটু সমান জল বন্ধ পঠন পাঠন ও মিড ডে মিলের রান্না।

0
13

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ – বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের আকুই 1 নং পঞ্চায়েতের একটি বিচিত্র জায়গা যার মধ্যে আছে বনকি আদিবাসী পাড়া শিশু শিক্ষা কেন্দ্র, অদ্ভুত ব্যাপার উন্নয়নের এত ফিরিস্তির মাঝেও এই এলাকায় জল নিকাশি নেই কোন ড্রেন ফলে শিশুশিক্ষা কেন্দ্রে এবং এলাকায় হাঁটু সমান জল, এমতাবস্থায় বন্ধ পড়াশোনা এবং মিড ডে মিলের রান্না। উল্লেখ্য এই শিশু শিক্ষা কেন্দ্রে প্রায় ১৭ জন শিশু ছাত্র-ছাত্রী পড়াশোনা জন্য আসে কিন্তু হাঁটু সমান জলে শিশু শিক্ষা কেন্দ্র অবস্থান হওয়ায় বন্ধ এখন পঠন পাঠন এই নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন এলাকাবাসী। তাদের অভিযোগ বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনো পর্যন্ত এলাকার জল নিকাশি ব্যবস্থা নিয়ে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।