রবিবার ফালাকাটার সুফল বাংলার স্টলে ভুটান আলু বিক্রি নিয়ে উত্তেজনা।

0
30

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- রবিবার ফালাকাটার সুফল বাংলার স্টলে ভুটান আলু বিক্রি নিয়ে উত্তেজনা। ভুটান আলু বিক্রি করার প্রতিবাদ করায় চার আলু চাষী কে আটক করল পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ফালাকাটায়। আলু চাষীদের অভিযোগ, ভুটান আলু ৪০ টাকা কেজি দরে বিক্রি করছে। তার প্রতিবাদ করায় চার আলু চাষীকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। এদিকে এই খবর চাউর হতেই ফালাকাটা সহ বিভিন্ন এলাকার আলু চাষীরা ওই চার জন আলু চাষীর নিঃশর্ত মুক্তির দাবিতে ফালাকাটা থানার সামনে বিক্ষোভ শুরু করেন। আলু চাষী অসীম গোপ অভিযোগ করে বলেন, ফালাকাটার সুফল বাংলার স্টলে ভুটান আলু ৪০ টাকা কেজি দরে বিক্রি করছে।ভুটান আলু বিক্রি বন্ধ করে লোকাল আলু ২৮ টাকা কেজি দরে বিক্রি করতে হবে।