টাঙ্গন নদীর উপরে দীর্ঘ ৪৫ বছর ধরে জীবনের ঝুকি নিয়ে নৌকা পারাপার করচ্ছেন সাধারণ মানুষ ও ছাত্র ছাত্রীরা যাতায়াত চরম সমস্যার সম্মুখীন।

0
37

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দঃ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে পুনট এলাকায় টাঙ্গন নদীর উপরে দীর্ঘ ৪৫ বছর ধরে জীবনের ঝুকি নিয়ে নৌকা পারাপার করচ্ছেন সাধারণ মানুষ ও ছাত্র ছাত্রীরা যাতায়াত চরম সমস্যার সম্মুখীন। উল্লেখ্য কুশমন্ডি ব্লকে কালীকমড়া গ্ৰাম পঞ্চায়েত এলাকায় পুনট রসুলপুর চেওড়া বারোঘরিয়া মহাগ্ৰাম এলাকায় গ্ৰামের সাধারণ মানুষ ও ছাত্র-ছাত্রীরা জীবনের ঝুকি নিয়ে নৌকা যাতায়াত করেন নৃত্য দিনে ৫০ হাজার সাধারন মানুষজন । এলাকায় দুর্ঘটনায় লেগেই রয়েছে এলাকায় মডেল ইংলিশ মিডিয়াম স্কুল, কুশমন্ডি গভর্মেন্ট জেনারেল ডিগ্ৰি কলেজ, প্রাথমিক বিদ্যালয়, আইটি আই কলেজ, অঙ্গনারী সেন্টার, জুনিয়র হাই স্কুল রয়েছে ।পুনোট এলাকার গ্ৰামবাসী বলেন, বিপুল গোস্বামী তিনি বলেন পুনট এলাকায় ব্রীজ হলে যাতায়াত সুবিধা হবে। আপামোর জনসাধারণ খুশি হবে। ব্রীজ এর আশায় রয়েছে এলাকায় মানুষ জন।‌এই বিষয়ে ছাএ বলেন পুনোট এলাকায় যাতায়াত সমস্যা হচ্ছে ব্রীজ হলে আমাদের সুবিধা হবে। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা রেখা ওজা বলেছেন জীবন ঝুঁকি নিয়ে যাতায়াত করা হচ্ছে বর্ষাকালে সময়ে স্কুলে ছেলে মেয়ে দের পাঠাতে অতঙ্গ লাগে আমারা চাই পুনোট এলাকায় টাঙ্গন নদীর ব্রীজ হক ব্রীজ হলে এলাবাসী উপকৃত হবে।