সোমবার সকালে রপ্তানি হবে সেই মত পন্য বোঝাই লরি যাওয়া জন্য তৈরি হলেও পরিস্থিতি খারাপ হওয়ায় বহিবানিজ্য বন্ধ করে দেওয়া হয় ।

0
65

দক্ষিণ দিনাজপুর (হিলি), নিজস্ব সংবাদদাতাঃ –আবারও উত্তাল বাংলাদেশ। পূর্ব দিনাজপুরের(বাংলাদেশের দিনাজপুর) পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে সুত্রে খবর হিল বর্ডারের ওপারে থাকা দিনাজপুরের পরিস্থিতি ভয়াবহ বেশকিছু জায়গায় অগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। ফলে হিলি ইমিগ্রেশন দিয়ে বহিবানিজ্যের উপর প্রভাব পরতে চলেছে। সোমবার সকালে রপ্তানি হবে সেই মত পন্য বোঝাই লরি যাওয়া জন্য তৈরি হলেও পরিস্থিতি খারাপ হওয়ায় বহিবানিজ্য বন্ধ করে দেওয়া হয় । সতর্ক সীমান্ত বাহিনী হিলি সমস্ত সীমান্ত এলাকা কড়া নিরাপত্তা দিচ্ছে সীমান্ত রক্ষীরা। গতকদিন ধরে বিক্ষোভকারীরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছে ।পরিস্থিতি সামাল দিতে ফের বাংলাদেশে কারফুজারি করা হয়েছে। বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিশেবা।