থানা রোডে পুরনো ট্যাক্সি স্ট্যান্ডের জায়গায় উচ্ছেদ হওয়া হকারদের জায়গা দিল পুরসভা।

0
10

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- হকার্স জোন- ওয়ানে জায়গা বিতরণ হয়ে গেল। থানা রোডে পুরনো ট্যাক্সি স্ট্যান্ডের জায়গায় উচ্ছেদ হওয়া হকারদের জায়গা দিল পুরসভা। এদিন লটারির মাধ্যমে হকারদের জায়গা দেওয়া হয়। এই হকার্স জোনে ৫০ টি স্টল বসতে পারবে। এদিন ১৮ জনকে জায়গা বিতরণ করা হয়েছে। বাকিরা উপস্থিত ছিলেন না। আগামী তিন দিনের মধ্যে পুরসভার অফিসে গিয়ে বাকিরা তাদের জায়গা নিতে পারবেন বলে জানিয়েছেন আলিপুরদুয়ার পুরসভা কর্তৃপক্ষ।এদিন হকারদের জায়গা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের মহকুমা শাসক বিপ্লব সরকার, পুর চেয়ারম্যান বাবলু কর, ভাইস চেয়ারম্যান মাম্পি অধিকারী, কাউন্সিলর মদন ঘোষ, পার্থ সাহা সহ অন্যান্যরা। বিষয়টি নিয়ে আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান বাবলু কর বলেন, “ হকারদের আবেদনের ভিত্তিতে আমরা এই জায়গা বিতরণ করেছি। মুলত ফুড জোন হচ্ছে এটা। স্বজন পোষণ বন্ধ করতে লটারির মাধ্যমে জায়গা বিতরণ হয়েছে। এই জায়গা হস্তান্তর যোগ্য নয়। এখানে কেউ স্থায়ী নির্মাণও করতে পারবে না। এখানে পরিকাঠামো উন্নয়নের কাজ একমাত্র পুরসভাই করবে।”এখানে স্থায়ী ঠিকানা পাওয়ায় খুশি হকাররা।