নিয়োগ দুর্নীতি নিয়ে তুলকালাম কোতুলপুর গ্রামীণ হাসপাতাল।

0
20

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:-  নিয়োগ দুর্নীতিতে এবার নাম জোড়ালো খোদ বি এম ও এইচ এর নাম। করোনা কালে বেশ কয়েকজন ভাই-বোনেরা তাদের জীবনপন বাজী রেখে কাজ করেছিলেন। করোনা পরিস্থিতি পেরিয়ে যাবার পর নমাস কাজ করেও তারা বেতন পাননি । এরপর সেই ভাইবোনদের বাদ দিয়ে বেশ কিছু ছেলেমেয়েদের বাঁকুড়ার কোতুলপুর গ্রামীণ হাসপাতালে অস্থায়ী কাজ দেওয়া হয়েছে। সেই নিয়ে পুরাতন কর্মচারীদের অভিযোগ কোন বিজ্ঞপ্তি ছাড়াই এমনকি অর্থের বিনিময়ে নতুন ছেলেদের নিয়োগ করেছেন কোতুলপুরের বি এম ও এইচ। এ ব্যাপারে কোতুলপুরের বি এম ও এইচ দেবাঞ্জন ঘোষকে প্রশ্ন করা হলে তিনি এজেন্সি এবং সি এম ও এইচ এর ওপর দোষ চাপিয়ে দায় সারলেন। আমরা জানি যে কোন সরকারি কর্মক্ষেত্রে স্থায়ী বা অস্থায়ী লোক নিয়োগ করতে হলে বিজ্ঞপ্তি দেওয়া প্রয়োজন এবং যারা বিগত অসময়ে বিপজ্জনক পরিস্থিতিতে জীবন বাজি রেখে কাজ করে এসেছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া উচিত। কোতুলপুর এর বি এম ও এইচ কে বিজ্ঞপ্তি বা এজেন্সি র কাছে নাম পাঠানোর ব্যাপারে জিজ্ঞাসা করলে বিএম ও এইচ কোন সদুত্তর দিতে পারেননি।

উল্লেখ থাকে যে বিগত দিনেও কোতুলপুর এ জলপ্রকল্পে নিয়োগ দুর্নীতি নিয়ে অভিযোগ উঠেছিল। এবার আবার স্বাস্থ্য দপ্তরের অস্থায়ী নিয়োগ নিয়েও অভিযোগ উঠেছে। শিক্ষাব্যবস্থায় নিয়োগ দুর্নীতি নিয়ে তার জল অনেক দূর গড়িয়েছে। এবার কোতুলপুর এর গ্রামীন হাসপাতালে অস্থায়ী নিয়োগ নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠছে তার জল কতদূর গড়ায় সেটাই এখন দেখার বিষয়। এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বলেই জানিয়েছেন পুরাতন কর্মচারীরা।