পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে পালিত হল ভারতছাড়ো আন্দোলনের ৮২ তম বর্ষপূর্তি অনুষ্ঠান।

0
31

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ভারত ছাড়ো আন্দোলন ছিল তৎকালীন ভারতে ইংরেজ উপনিবেশিকদের প্রতি ব্যাপক নাগরিক অবাধ্যতা তথা ব্রিটিশ প্রবর্তিত সমস্ত জোর করে চাপিয়ে দেওয়া আইনগুলি অমান্য করা, যা পরবর্তীকালে ভারত থেকে ব্রিটিশদের গদি উপড়ে ফেলেছিল। প্রতি বছর ৯ই অগাস্ট, ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি উদযাপিত হয় সেই স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে যাঁরা দেশের স্বাধীনতার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন এক মুহূর্তও নিজের স্বার্থের কথা চিন্তা না করে। বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে পালিত হল ভারতছাড়ো আন্দোলনের ৮২ তম বর্ষপূর্তি অনুষ্ঠান। এদিন সকালে প্রাচীনতম পৌরসভা তাম্রলিপ্ত পৌরসভা থেকে মিছিল করে শহীদ মাতঙ্গিনী মূর্তির পাদদেশে এসে শহীদস্তম্ভর বেদিতে এবং শহীদ মাতঙ্গিনী হাজরার মূর্তিতে মাল্য দান করেন তমলুকের পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় ভাইস চেয়ারম্যান লীনা মাভৈ রায় এবং কাউন্সিলর ও পৌরসভার সদস্যরা।