দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এবং দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় বুধবার বালুরঘাট প্রশাসনিক ভবন সংলগ্ন বালুছায়া সভাকক্ষে একটি অনুষ্ঠানের মাধ্যমে ৩৪ টি উপস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হয় উদ্বোধন করেন ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা শাসক বিজিন কৃষ্ণ, জেলা মুখ্য স্বাস্থ্য অধিকারিক সুদীপ দাস, কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মন্ডল, কুশমন্ডির বিধায়ক রেখা রায়, বালুরঘাট সদর মহকুমা শাসক সুব্রত কুমার বর্মন এবং অন্যান্য বিশিষ্টজনেরা।
বিপ্লব মিত্র বলেন, ‘এই ৩৪ টি উপস্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে সমগ্র দক্ষিণ দিনাজপুর জেলার স্বাস্থ্য পরিষেবা আরো উন্নত হবে। মোট পাঁচটি ব্লকে এই উপস্বাস্থ্য কেন্দ্রগুলি বুধবার আনুষ্ঠানিকভাবে তার কাজ শুরু করলো। জেলা স্বাস্থ্য দপ্তরের এই উদ্যোগ যথেষ্ট প্রশংসার দাবি রাখে।’
জেলাশাসক বিজিন কৃষ্ণ বলেন, ‘আগে যেকোনো উপস্বাস্থ্য কেন্দ্র খোলার জন্য প্রথমে জমি দেখা হতো এবং তারপর ভবন নির্মাণ করা হতো কিন্তু এখন রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী প্রথমেই স্বাস্থ্যপরিসেবা শুরু করা হচ্ছে। এই উপস্বাস্থ্য কেন্দ্রগুলি শুরু করার জন্য কোন সরকারি ভবন বা কোন ভাড়ায় নেওয়া ভবন থেকে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে। এই উপস্বাস্থ্য কেন্দ্রগুলির মাধ্যমে জেলার প্রান্তিক জায়গায় বসবাসকারী সাধারণ মানুষজন স্বাস্থ্যপরিসেবা পাবেন।’
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস বলেন, ‘মাননীয় মন্ত্রী বিপ্লব মিত্রের উপস্থিতিতে বুধবার এই ৩৪ টি উপস্বাস্থ্য কেন্দ্র তার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করল। এই সমস্ত উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে উপস্থিত স্বাস্থ্যকর্মীরা আমাদের সঙ্গে এই একই অনুষ্ঠানে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে যোগ দিয়েছেন। সারা দক্ষিণ দিনাজপুর জেলায় উন্নত স্বাস্থ্য পরিষেবা দেওয়াই আমাদের একমাত্র লক্ষ্য। আর এই লক্ষ্য পূরণ করতে গিয়ে আজ অর্থাৎ বুধবার পাঁচটি ব্লকে এই ৩৪ টি উপস্বাস্থ্য কেন্দ্র চালু হলো।’
জানা গেছে এই নতুন উপস্বাস্থ্য কেন্দ্রগুলি হিলি, কুমারগঞ্জ, তপন, কুশমন্ডি এবং হরিরামপুরে চালু হয়েছে।
Home রাজ্য উত্তর বাংলা বালুরঘাট প্রশাসনিক ভবন সংলগ্ন বালুছায়া সভাকক্ষে একটি অনুষ্ঠানের মাধ্যমে ৩৪ টি উপস্বাস্থ্য...