ব্লাড ব্যাংকের রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে প্রথম বিবাহ বার্ষিকীর দিনে রক্তদান শিবিরের আয়োজন নবকোলাতে।

0
14

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ব্লাড ব্যাংকের রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে প্রথম বিবাহ বার্ষিকীর দিনে রক্তদান শিবিরের আয়োজন করে নজির করলেন এক দম্পতি,শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন নবকোলা এলাকার বাসিন্দা চিরঞ্জিত রানা ও মৌসুমী রানার প্রথম বিবাহ বার্ষিকী, আর এই প্রথম বিবাহ বার্ষিকীর দিনে ব্লাড ব্যাংকের রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে রক্তদান শিবিরের আয়োজন করা হয় পাশাপাশি পৃথিবীর ভারসাম্যতা রক্ষার্থে এবং সবুজায়নকে ধরে রাখতে চারা গাছ বিতরণ করা হয় ওই দম্পতির উদ্যোগে, জানা গিয়েছে ওই রক্তদান শিবিরে মহিলা ও পুরুষ মিলিয়ে ৩৬ জন রক্তদাতা রক্তদান করেন,এই দিন উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্ময় সাহা,এছাড়া উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী তথা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ সরকার, ডাবচা নবকোলা হাই স্কুলের প্রধান শিক্ষক সন্দীপ কুমার মুখার্জি, প্রসেনজিৎ কুণ্ডু, মানিক কারক,সদানন্দ দে সহ অন্যান্য ব্যক্তিবর্গ, এই দিন পঞ্চায়েত সমিতির সভাপতি এবং তৃণমূলের ব্লক সভাপতি জানিয়েছেন এই ধরনের উদ্যোগ নেওয়াতে আমরা আপ্লুত।