ভেঙ্গে গেল আস্ত একটা ব্রিজ, ভারী বৃষ্টিপাতের কারণেই এই ঘটনা।

0
15

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:-  বাঁকুড়ার সোনামুখী ব্লকের রামপুর গ্রাম আর এই গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে শালী নদী সেই নদীর ওপরেই রয়েছে একটি ব্রিজ। তবে এখন ওই ব্রিজ এক্কেবারে ভেঙ্গে পড়েছে। বেশ কিছুদিন ধরে ভারী বৃষ্টিপাত হওয়ার কারণেই গতকাল বিকালে ভেঙ্গে পড়ল এই ব্রিজ টি।।

স্থানীয়দের দাবি ব্রিজের ওইপারে একাধিক গ্রাম রয়েছে। রুজি রোজগারের জন্য এই ব্রিজ হয়ে সোনামুখী আস্ত সাধারণ মানুষ ও স্কুল কলেজ পড়ুয়া রাও এর পাশাপাশি জানা গেছে এই রাস্তা দিয়েই নাকি বড়জোড়া দুর্গাপুরের একটা যাতায়াতের যোগাযোগ ছিল। তবে এখন এই যোগাযোগ সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। স্থানীয়দের দাবি এর বিকল্প রাস্তা থাকলেও সেটা ১৫ থেকে কুড়ি কিলোমিটার ঘুরপাক যেতে হয়।।
স্থানীয়দের দাবি এই ব্রিজ যেন অতি শীঘ্রই মেরামত করে দেওয়া হয় বা এর বিকল্প কিছু সুবিধা যেন করে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে।।

তবে এখন দেখার বিষয় এই ঘটনার পর প্রশাসন কি পদক্ষেপ নেই বা কি ভূমিকা নেই বা কবে মানুষগুলো সুবিধা পায় সেদিকেই এখন তাকিয়ে রইল এলাকার মানুষ।।