গঙ্গার জলের তোড়ে বালির বস্তা দিয়ে তৈরি বাঁধ ভাঙল মালদার মানিকচকের ভূতনীর কেশরপুরে।

0
14

নিজস্ব সংবাদদাতা, মালদা–গঙ্গার জলের তোড়ে বালির বস্তা দিয়ে তৈরি বাঁধ ভাঙল মালদার মানিকচকের ভূতনীর কেশরপুরে। প্রায় ৫০ মিটার এলাকা দিয়ে রবিবার ভোররাত থেকে হু হু করে নদীর জল ঢুকছে ভূতনীর সংরক্ষিত এলাকায়। ইতিমধ্যে নদীর জল ঢুকে কার্যত জলবন্দী হয়ে পড়েছেন কেশরপুর, রতনপুর ও চামাগ্রামের বাসীন্দারা। স্বভাবতই ভয়াবহ বন্যা পরিস্থিতির আশঙ্কা ও আতঙ্কে এখন রীতিমতো উদ্বিগ্ন হয়ে উঠেছেন ভূতনীবাসী। এদিকে রবিবার ভোররাত থেকে বাঁধ ভেঙে লোকালয়ে হু হু জল ঢুকলেও, প্রশাসনের তরফে সেই জল আটকানোর কোন প্রচেষ্টা লক্ষ্য করা যায় নি। এমনকি খবর লেখা পর্যন্ত ওই এলাকায় কোন প্রশাসনিক আধিকারিকের দেখা মেলেনি বলে জানা গেছে।