সম্প্রীতির অনন্য নজির গড়লো বাঁকুড়ার তালডাংরার লদ্দা গ্রামের শেখ বাপি নামে এক মুসলিম যুবক।

0
168

বাঁকুড়া, আব্দুল হাই:-  শ্রাবণ মাসের চতুর্থ তথা শেষ রবিবারে সম্প্রীতির অনন্য নজির গড়লো বাঁকুড়ার তালডাংরা। সৌজন্যে স্থানীয় লদ্দা গ্রামের শেখ বাপি নামে এক মুসলিম যুবক।

সোমবার সকালে ওই এলাকার শিলাবতী নদী তীরে ভীমাড়া কেশাতড়া মহাকালেশ্বর শিব মন্দির সহ পার্শ্ববর্ত্তী সিমলাপাল ব্লকের বিভিন্ন মন্দিরে শিবলিঙ্গে জল ঢালবেন ভক্তরা। সেই উদ্দেশ্যে ইতিমধ্যে শুশুনিয়ার পাহাড়ি ঝর্ণার জল নিয়ে প্রায় ৭০ কিলোমিটার পায়ে হেঁটে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন শিব ভক্তরা। এই অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা পায়ে হেঁটে মন্দিরে পথে যাওয়ার পথে ওই সব ভক্তদের সেবা করতে এগিয়ে এলেন শেখ বাপি। পরম যত্নে তাঁদের সেবা করতে দেখা গেল তাকে। প্রত্যেকের পায়ে ব্যাথা নাশক স্প্রে করার পাশাপাশি তাদের হাতে তুলে দিলেন মিষ্টির প্যাকেট ও জলের বোতল।

শেখ বাপির এই উদ্যোগে খুশী শিব ভক্তরাও। তাঁরা শেখ বাপির মঙ্গল কামনা করেছেন।

শেখ বাপি বলেন, মানব সেবার চেয়ে বড় কিছু হয়না। আর আমি আমার সাধ্যমতো সেই কাজটাই বছরভর করে চলেছি।