শ্রাবণ মাসের শেষ সোমবারে কোলাঘাটের রূপনারায়ণ নদীর গৌরাঙ্গ ঘাটে জমজমাটভির ভক্তদের ।

0
22

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- রাবণ মাসের শেষ সোমবারে শিবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের রূপনারায়ণ নদীর গৌরাঙ্গ ঘাটে জমজমাট ভিড় ভক্তদের, দূর দূরান্ত থেকে কয়েক হাজার ভক্ত এই দিন রূপনারায়ন নদী থেকে জল তুলে শিবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে বিভিন্ন এলাকায় রওনা দিয়েছে। পাশাপাশি গৌরাঙ্গ ঘাটের শিব মন্দিরে জল ঢালতে যথেষ্ট ভিড় লক্ষ্য করা গিয়েছে এই দিন, তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে এই দিন সকাল থেকে রূপনারায়ণ নদীর বিভিন্ন ঘাটে নজরদারি চালাতে দেখা গিয়েছে স্থানীয় প্রশাসনকে, কথিত রয়েছে শ্রাবণ মাসের সোমবারে শিবের জন্মদিন হিসেবে তারকেশ্বরে মন্দির প্রতিষ্ঠা হয়, সেই উপলক্ষে রাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে শিব মন্দিরে জল জল ঢালার প্রচলন রয়েছে হিন্দু সম্প্রদায়ের মধ্যে, তবে এই দিন ভক্তদের সুবিধার্থে সকাল থেকেই কমিটির সদস্যরা টহলদারিতে ব্যস্ত, পাশাপাশি তাদের পানীয় জলের ব্যবস্থা এবং পূজা পাটের সামগ্রী প্রদান করছে তারা। সব মিলিয়ে এক কথায় বলা যায় এই দিন ভোর থেকে কার্যত জমজমাট রূপনারায়ণ নদীর বিভিন্ন ঘাট।