মালদার গঙ্গা ও ফুলাহারের দূরত্ব মাত্র হাফ কিলোমিটার দুই নদী মিলিত হলে বিজেপি যেটা চাইছে বঙ্গভঙ্গ সেটা সফল হবে, অভিযোগ করলেন রতুয়ার বিধায়ক সমর মুখার্জী।

0
19

নিজস্ব সংবাদদাতা, মালদা, ১৩ আগষ্ট:-  মালদার গঙ্গা ও ফুলাহারের দূরত্ব মাত্র হাফ কিলোমিটার দুই নদী মিলিত হলে বিজেপি যেটা চাইছে বঙ্গভঙ্গ সেটা সফল হবে অর্থাৎ প্রকৃতির দ্বারা বিজেপি বঙ্গভঙ্গ করতে চাইছে। যার কারনে বাংলার প্রতি কেন্দ্রের সরকারের বঞ্চনা। দায়িত্ব থাকা সত্ত্বেও ভাঙ্গনের টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার। দুই নদী মিলিত হলে ফারাক্কা ব্যারেজ স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকবে এবং উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। এদিন রতুয়া ব্লকের মহানন্দাটোলা অঞ্চলের কান্তোটোলা এলাকায় গঙ্গা ভাঙ্গন এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই অভিযোগ করলেন রতুয়ার বিধায়ক সমর মুখার্জী। গঙ্গা ভাঙ্গনে রতুয়া ব্লকের বিলামারি অঞ্চল এবং মহানন্দাটোলা অঞ্চলের কয়েক হাজার পরিবার জায়গা জমি গঙ্গা গর্ভে তলিয়ে গেছে। কয়েকদিন ধরে মহানন্দাটোলা অঞ্চলের কান্তটোলা, শ্রীকান্তটোলা, খাসমহল সহ বেশ কয়েকটি গ্রামে ভাঙ্গন শুরু হয়েছে। সেই আতঙ্কে ঘরবাড়ি ভেঙ্গে বড় বড় গাছ বাশের ঝাড় কেটে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে গ্রামবাসী। সেই এলাকায় পরিদর্শনে যান বিধায়ক সমর মুখার্জি। গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন এবং তাদের আশ্বস্ত করেন। পাশাপাশি তিনি বলেন এলাকার বিজেপি সাংসদ এখনো এলাকায় আসেননি, ভোটের সময় ভোট নিয়ে যায় আর মানুষের বিপদের সময়ে তার দেখা পাওয়া যায় না। অথচ এটা কেন্দ্রের সমস্যা। সমস্ত উত্তর ভারতের জল এসে গঙ্গায় এসে মিসে এবং তার ফলে এই ভাঙ্গনের সৃষ্টি হয়ে মানুষের জমি ঘরবাড়ি সব নদীঘড়বে তলিয়ে যাচ্ছে।