মাল্টা চাষ করে সাফল্য মালদার এক যুবকের।

0
50

নিজস্ব সংবাদদাতা, মালদা, ১৩ আগষ্ট:- মাল্টা চাষ করে সাফল্য মালদার এক যুবকের। ৮ বিঘা জমিতে তিনি মালটা চাষ করছেন। তিন বছর থেকেই ফলন শুরু হয়েছে। গত বছর প্রথম ফলন এসেছিল বাগানে। আমের বিকল্প হিসাবে মাল্টা চাষ শুরু করেছিলেন মালদার ইংরেজবাজার ব্লকের অমৃতির বাসিন্দা সুপ্রতিম সাহা। গত বছর মাল্টা বিক্রি করে আয় করেছিলেন প্রায় এক লক্ষ টাকা। এই বছর বাগানে ফলন ভালো এসেছে। এবছর আরো বেশি রোজগারের আশায় রয়েছেন তিনি।
মালদা জেলায় মূলত আম চাষের জন্য বিখ্যাত। অমৃতির বাসিন্দা সুপ্রতিম সাহার আট বিঘা আমের বাগান ছিল। সেই আমবাগান কেটেই তিনি গত চার বছর আগে শুরু করেছিলেন মাল্টা চাষ। নদিয়া জেলা থেকে মাল্টার চারা গাছ নিয়ে এসে রোপণ করেন। তিন বছরের মাথায় ফলন শুরু হয়। গাছের তেমন পরিচর্যার প্রয়োজন হয় না। গ্রীষ্মের মরশুমে শুধুমাত্র জল সেচ দিতে হয়।
বাজারে ব্যাপক চাহিদা রয়েছে মাল্টার। সেপ্টেম্বর মাস থেকে পাকতে শুরু করে এই ফল।। পূজোর সময় পাকতে শুরু করায় বাজার ভালো পায়।। মালদা জেলাতেও মাল্টার চাহিদা ব্যাপক। জেলার বাইরে বিক্রি করতে হচ্ছে না এই ফল। চাষ করে লাভবান হচ্ছেন সুপ্রতিম সাহা ।