আর জি করের ইন্টান ছাত্রীর নৃশংস মৃত্যুর প্রতিবাদ জানালেন সাঁকরাইল স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার ও কর্মীবৃন্দরা।

0
39

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : আর জি কর হসপিটালে ইন্টান ছাত্রীর নৃশংস মৃত্যুর প্রতিবাদে সারা ভারতবর্ষে যখন তোলপাড়, পশ্চিমবঙ্গের বিভিন্ন হসপিটাল এবং ভারতবর্ষের বিভিন্ন হসপিটালের ডাক্তার নার্স এবং স্বাস্থ্য কর্মীরা যেভাবে প্রতিবাদে সামিল হয়েছেন টনক নড়েছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ভবনে । ডাক্তার মৃত্যুর প্রতিবাদে সামিল হলেন সাঁকরাইল গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র হাজী এসটি মল্লিকের বি এম ও এইচ ডক্টর সুমন বক্সির তত্ত্বাবধানে ডাক্তার নার্স এবং স্বাস্থ্যকর্মীরা বুকে কালো ব্যাচ পড়ে প্রতিবাদে সামিল হলেন। যদিও চিকিৎসা পরিষেবা চলল যথারীতি। সকলেই এক বাক্যে স্বীকার করলেন যারা এই নিষ্ঠুর কাজের সঙ্গে জড়িত তাদের উপযুক্ত শাস্তি হোক। স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মহিলা ইন্টার্ন ডাক্তার মৃত্যুর সঙ্গে যুক্ত যারা তাঁদের উপযুক্ত শাস্তি এবং পুলিশ প্রশাসনকে সময় বেঁধে দিলেন আগামী রবিবারের মধ্যে যদি না তেমন কোন তদন্ত এগোয় তাহলে সিবিআই এর হাতে তুলে দেবেন। এদিকে জনস্বার্থ মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চের মাননীয় বিচারপতি ছাত্রী মৃত্যুর তদন্তের দায়িত্ব আগামীকাল বুধবার সকাল দশটার মধ্যে সমস্ত নথিপত্র স্বাস্থ্য দপ্তর কে সিবিআই হাতে তুলে দিতে বলেছেন। এখন দেখার ছাত্রী মৃত্যুর প্রকৃত দোষীরা ধরা পরে উপযুক্ত শাস্তি পায় কিনা সে দিকে তাকিয়ে আপামর ভারতবাসী।