পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ওড়িশায় এই রাজ্যের শ্রমিকদের বাংলাদেশি তকমা দিয়ে বেলাগাম অত্যাচার চলছে। এখনও অবধি পূর্ব মেদিনীপুর জেলার তিনশোর বেশি শ্রমিক ও ব্যবসায়ী ওড়িশা ছাড়তে বাধ্য হয়েছেন।এরকম ওড়িশা ফেরত একদল শ্রমিক বুধবার পাঁশকুড়া থানায় স্মারকলিপি প্রদান করেন। তাঁরা বিডিও অফিসে গিয়েও এই নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন। ‘বাংলা বাঁচাও কমিটি’ তৈরি করে ওড়িশা ফেরত ওই শ্রমিক এবং ব্যবসায়ীরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছেন। সেই দাবিতে তাঁরা পাঁশকুড়া বিডিও অফিসে ডেপুটেশন দেন। এরাজ্যের শ্রমিকদের বাংলাদেশি তকমা দিয়ে অত্যাচার চালানো হচ্ছে বলে তাঁরা অভিযোগ করেন।