ঐতিহাসিক ট্যাঙ্কএর রক্ষনাবেক্ষণ ও সৌন্দার্যায়ন প্রকল্পটি বৃহস্পতিবার উদ্বোধন হল সারম্বরে।

0
41

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ঐতিহাসিক ট্যাঙ্কএর রক্ষনাবেক্ষণ ও সৌন্দার্যায়ন প্রকল্পটি বৃহস্পতিবার উদ্বোধন হল সারম্বরে। ১৯৭১ সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধ জয়ের প্রতিক এই ট্যাঙ্কের ইতিহাস নয়া প্রজন্মর কাছে তুলে ধরায় উদ্দেশ্য। ৪০ লক্ষ টাকা ব্যয়ে বালুরঘাট পুরসভা উদ্যোগে এই প্রকল্প এদিন বাস্তবায়ন করা হয়।
প্রসঙ্গত, বাংলাদেশ মুক্তি যুদ্ধে সামিল ভারতীয় সেনাবাহিনীর হাতে আটক হয়েছিল একটি পাকিস্তানি ট্যাঙ্ক। যা বালুরঘাটবাসীকে উপহার সরূপ দিয়ে যায় ভারতীয় সেনা। এরপর ওই ট্যাঙ্কটি বালুরঘাটের প্রবেশ দ্বার অর্থাৎ রঘুনাথপুরে রাখা হয়। বর্তমানে ওই এলাকা ট্যাঙ্ক মোড় বলেই পরিচিত। সেই ট্যাঙ্কটি রক্ষানাবেক্ষণ ও তা ঘিরে একটি সৌন্দার্যায়ন প্রকল্প হাতে নেয় বালুরঘাট পুরসভা। যেখানে ওই ট্যাঙ্ককে অনেকটা উঁচুতে স্থাপন করা হয়েছে। সেখানে পাথে, ভার্টিক্যাল গার্ডেন, গার্ড ওয়াল, অত্যাধুনিক আলো, সাউন্ড সিস্টেম, সহ সৌন্দার্যায়নের একাধিক বিষয় গড়া হয়েছে। পাশাপাশি, সেখানে ১০৫ ফিট উঁচু জাতীয় পতাকা স্তম্ভ বসানো হয়েছে। এদিন এই প্রকল্পর উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র। উপস্থিত ছিলেন জেলা শাসক বিজিন কৃষ্ণা, জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র সহ কাউন্সিলারগণ।