জেলা পুলিশের উদ্যোগে সুরক্ষা কর্মসূচির মধ্য দিয়ে স্বাস্থ্য শিবিরের দ্বারা পাশে দাঁড়ালেন জেলা পুলিশ।

0
18

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে সুরক্ষা কর্মসূচির মধ্য দিয়ে স্বাস্থ্য শিবিরের দ্বারা পাশে দাঁড়ালেন জেলা পুলিশ। ১৫ ই আগস্ট স্বাধীনতা দিবসের দিনে কেশপুর ব্লকের এক নম্বর অঞ্চলের শোলডিহা ও শ্যামচাঁদপুর এলাকায় স্বাস্থ্য শিবিরের পাশাপাশি চক্ষু পরীক্ষা, এবং এলাকার দুস্থ পরিবারের হাতে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র,এইদিন উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার,জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শংকর সারেঙ্গি সহ একাধিক জেলা পুলিশ ও জেলা স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা, পাশাপাশি এই দিন এলাকার বেশ কিছু মানুষের হাতে তুলে দেওয়া হয় চশমা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং ৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার,আগামী দিনেও জেলার বিভিন্ন প্রান্তে এই ধরনের কর্মসূচি নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি, পাশাপাশি তিনি আরো জানিয়েছেন সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধান করার জন্য বিভিন্ন এলাকায় তৈরি করা হবে ক্যাম্প, মূলত সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি করার লক্ষ্যেই এই কর্মসূচি বলে মনে করছে এলাকার মানুষজন।