যথাযথ মর্যাদার সঙ্গে ধানসিমলা রেলগেট সিরাজ পল্লী মসজিদে পালিত হলো 78তম স্বাধীনতা দিবস।

0
26

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:-  ১৫ই আগস্ট ১৯৪৭, ব্রিটিশ সাম্রাজ্যবাদের পতন আর ভারতবর্ষের স্বাধীনতা অর্জন, ভারত মাতার হাজার হাজার বীর সন্তানদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা অপময় দেশবাসী স্মরণে রাখবে চিরকাল শয়নে-স্বপনে-জাগরণে।
আজ স্বাধীনতার ৭৮ তম বর্ষ এসে গর্বিত ভারতবাসী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দেশের প্রতিটি কোনায় কোনায় এমনকি মসজিদে মসজিদে যথাযথ শ্রদ্ধার সঙ্গে উত্তোলিত করছে জাতীয় পতাকা সাথে সাথে পালিত হচ্ছে বিভিন্ন কর্মসূচি সেই মতোই আজ বাঁকুড়া জেলা দিনিয়াত মনাযযাম মন্তবের উদ্যোগে সিরাজ পল্লী দিনিয়াত মনাযযাম মন্তবে জিন্মেদার ও সিরাজপল্লী মসজিদের ইমাম হাফেজ আশরফ আলী এবং রানী বাঁধ মসজিদের ইমাম হাফেজ আব্দুস খুকুর সাহেবের উপস্থিতিতে যথাযত মর্যাদার সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পালিত হলো ৭৮তম স্বাধীনতা দিবস।