নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ১৪ আগস্ট: সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও একাদশ কন্যাশ্রী দিবস উদযাপন করা হল। বুধবার দুপুরে একাধিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হচ্ছে। এদিন বালুরঘাট জেলা প্রশাসনিক ভবন সংলগ্ন বালুছায়া অনুষ্ঠান ভবনে দিনটি উদযাপন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক বিজিন কৃষ্ণা, জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা, সহকারি সভাধিপতি অম্বরিশ সরকার, সদর মহকুমা শাসক সুব্রত কুমার বর্মন, অতিরিক্ত জেলা শাসক (ভূমি ও রাজস্ব) হরিশ রসিদ সহ অন্যান্য আধিকারিকরা। এদিনের অনুষ্ঠান থেকে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়। এদিন প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের ছাত্রীরা। এছাড়াও কন্যাশ্রী দিবসকে সামনে রেখে এদিন জেলা জুড়ে সাইকেল র্যালি করে স্কুল ছাত্রীরা। পাশাপাশি ট্যাবলোর সূচনা করা হয়৷
Home রাজ্য উত্তর বাংলা সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও একাদশ কন্যাশ্রী দিবস উদযাপন করা হল।