আরজিকর কাণ্ডের প্রতিবাদে স্তব্ধ মানিকচকের মথুরাপুর বাসস্ট্যান্ড।

0
19

নিজস্ব সংবাদদাতা, মালদা:-  আরজিকর কাণ্ডের প্রতিবাদে স্তব্ধ মানিকচকের মথুরাপুর বাসস্ট্যান্ড। মথুরাপুর চৌরঙ্গী মোড় দখল করলো কয়েকশো স্কুল পড়ুয়া। We want justice স্লোগানে পায়ে পা মিলালো পড়ুয়ারা। আজ সারা রাজ্য জুড়ে ১২ ঘন্টা বনধের ডাক দিয়েছে নাগরিক মঞ্চ। উল্লেখ্য, থাকে আরজিকর মেডিকেল কলেজের পড়ুয়া মৌমিতা দেবনাথ এর মৃত্যুতে হতবাক রাজ্য। ইতিমধ্যেই অধ্যক্ষ কে সরানো হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে একজনকে। তবুও কোথাও যেন সন্দেহের তীর থেকেই যায় ছাত্র-ছাত্রীদের মনে। প্রশ্ন তোলা হয়েছে প্রমাণ লোপাটের গন্ধ রয়েছে আরজি করে। সেখানে বাধা হয়েছে মঞ্চ। জোর কদমে চলছে আন্দোলন। সেই আন্দোলনে পা মিলিয়েছে বাংলার সাধারণ মানুষ। ইতিমধ্যেই সারা বাংলা জুড়ে মৌমিতা দেবনাথ এর মৃত্যুকে ঘিরে মহিলাদের রাস্তা দখলের চিত্র আমরা দেখেছি। প্রতিটি জেলায় জেলায় ১৪ই আগস্টের সারা রাত্রি দখল নিয়েছিল মহিলারা। এখনো তার রেস কাটেনি। মহিলাদের দাবি আরজিকর কাণ্ডের ধৃতদের করা শাস্তির দাবি জানিয়েছেন। মঞ্চ থেকে ফাঁসির দাবি উঠেছে। এরকম ঘটনাই শিহরিত রাজ্যসহ সারাদেশ। ঘটনার কথা চিন্তা করলে চমকে উঠছে সকলে। যত দিন পর্যন্ত প্রকৃত খুনিকে শাস্তি দেওয়া না হচ্ছে ততদিন প্রতিবাদ চলবে বলে জানিয়েছেন এদিনের প্রতিবাদ কর্মসূচি থেকে স্কুল পড়ুয়াড়া। প্রতিবাদ চলাকালীন মানিকচক থানার পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা পৌছায় ঘটনাস্থলে। ছাত্রীদের সাথে কথা বলেন এবং অবরোধ তুলে নেন।