আরজিকল হাসপাতালের ঘটনার প্রতিবাদে খড়্গপুরের প্রতিবাদ মিছিল বাম সংগঠনের SFI, DYFI, CITU, ভারতের গণতান্ত্রিক মহিলা সমিতি।

0
51

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আরজিকর মেডিক্যাল কলেজের মহিলা চিকিৎসকের উপর পাশবিক অত্যাচার তথা নৃশংসভাবে ধর্ষণ ও খুনের প্রতিবাদে মঙ্গলবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর টাউন থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হল SFI, DYFI, CITU, ভারতের গণতান্ত্রিক মহিলা সমিতি সহ সিপিআইএমের অধীন সমস্ত গণসংগঠনের তরফে। একইসঙ্গে এই নারকীয় ঘটনার প্রতিবাদে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ও পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে থানায় FIR বা লিখিত অভিযোগ দায়ের করার জন্য স্মারকলিপি দেওয়া হয় এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও করা হয়। সিপিআইএমের খড়গপুর শহর দক্ষিণ এরিয়া কমিটির সম্পাদক অমিতাভ দাস বলেন, “নারকীয় এই ঘটনায় প্রকৃত দোষীদের আড়াল করতেই এক সিভিক পুলিশকে সামনে আনা হয়েছে এবং তাকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনা কখনোই একজনের কাজ হতে পারে না! আমাদের দাবি এই নৃশংস ঘটনার সঙ্গে যুক্ত প্রত্যেককে গ্রেফতার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সেই সঙ্গে প্রথম থেকে যারা এই ঘটনাকে আড়াল করতে চাইছে, তাদের প্রত্যেককেও কঠোর শাস্তি দিতে হবে। সেই সঙ্গে আমরা রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী, পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগেরও দাবি করছি।”