আর জি কর কান্ডের প্রতিবাদে শুক্রবার রাজ্য জুরে ১২ ঘন্টার ধর্মঘটের ডাক দিয়েছে বামদল এসইউসিআই।

0
36

নিজস্ব সংবাদদাতা, মালদা—আর জি কর কান্ডের প্রতিবাদে শুক্রবার রাজ্য জুরে ১২ ঘন্টার ধর্মঘটের ডাক দিয়েছে বামদল এসইউসিআই। কিন্তু এই ধর্মঘটের কোন প্রভাব পড়ল না মালদায়। শুক্রবার সকাল থেকেই এসইউ.সি.আই দলের কর্মীরা রাস্তায় নেমে পিকেটিং করেন, বিক্ষোভ দেখান। পথ অবরোধ করে ধর্মঘট সফল করার চেষ্টা চালান। কিন্তু পুলিশি তৎপরতার কারণে খুব বেশিক্ষণ অবরোধ চালিয়ে যাওয়া সম্ভবপর হয়নি। সব মিলিয়ে মালদায় এস.ইউ.সি.আই-এর ধর্মঘটের কোন প্রভাব পড়েনি। শুক্রবার সকাল থেকেই মালদার জনজীবন স্বাভাবিক রয়েছে।অন্য দিকে এস ইউ সি আই এর পক্ষ থেকে বার ঘন্টা বাংলা বন্ধের ডাকে গাজোলের রাস্তায় যানবাহন চলাচল দেখা যায়নি যদিও ছোটখাটো যানবাহন চলছে এ সরকারি বাসে চলাচল বন্ধ রয়েছে। কিন্তু অফিস-যাত্রীদের ভরসা শুধু সরকারি বাস। হাতেগোনা কয়েকটা সরকারি বাস দেখা যাচ্ছে। এই দিন সকাল সাড়ে সাতটা থেকে আরজি করের ঘটনাযর প্রতিবাদে বন্ধের ডাক দিয়ে প্রতিবাদ মিছিল করেন এসইউসিআই সংগঠনের কর্মীরা। গাজোলের প্রতিটি মোড়ে মোড়ে পুলিশ পিকেটিং রয়েছে। এইদিন এস ইউ সি আই এর মিছিলটি গাজোলের সারা এলাকা পরিক্রমা করে এবং যেসব দোকান খোলার রয়েছে এবং বাজারে যেসব দোকান খোলা রয়েছে তাদেরকে বন্ধ করার জন্য আবেদন জানান।