উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে মুখরিত হলো মানিকপুর বেলতলা।

0
10

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া :-  উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে মুখরিত হলো মানিকপুর বেলতলা। আরজি করে মহিলা ডাক্তারের মৃত্যুতে সারা ভারতবর্ষ জুড়ে তোলপাড় চিকিৎসক মহল। জুনিয়র ডাক্তার থেকে শুরু করে নার্স স্বাস্থ্যকর্মীরা এবং সিনিয়র ডাক্তাররাও উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে পথে নেমেছে। বাদ যায়নি আপামর সাধারণ মানুষও। গতকাল রাতে আর জি কর হসপিটালে তান্ডব চালায় বেশ কিছু দুষ্কৃতীরা। ইমারজেন্সি ডিপার্টমেন্ট সহ বেশ কিছু জায়গায় ব্যাপক ভাঙচুর চালায়। ডাক্তারদের প্রতিবাদের জায়গায় ভাঙচুর করা হয়। যদিও দমাতে পারিনি ডাক্তারদের প্রতিবাদ, আজও হয়েছে প্রতিবাদ। মহিলা ডাক্তারের নৃশংস হত্যাকারীদের কঠোর তম শাস্তি দাবি জানানো হয় প্রতিবাদ মঞ্চ থেকে। ঠিক তেমনি বৃহস্পতিবার সন্ধ্যা ছটায় সাঁকরাইল থানার অন্তর্গত মানিকপুর বেলতলা তিনমাথা মোড়ে মোমবাতি হাতে নিয়ে উই ওয়ান্ট জাস্টিস ধ্বনিত মুখরিত হলো প্রতিবাদের পথ সভা। পথসভা থেকে আর জি করের মহিলা ডাক্তারের নৃশংস হত্যাকারীদের ফাঁসির আবেদন জানানো হয়। সাধারণ জনগণ গর্জে ওঠে এই নৃশংস হত্যার প্রতিবাদে। কোন রাজনীতির ব্যানার ছাড়াই মোমবাতি হাতে মহিলারা জড়ো হন প্রতিবাদের পথ সভায়। মাননীয় হাইকোর্টের বিচারপতির দেওয়া সিবিআই তদন্ত কে স্বাগত জানান প্রতিবাদীরা। পথসভা থেকে মহিলারা স্কুল কলেজ কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তার দাবি জানান। সেই সঙ্গে বিচার প্রক্রিয়া দ্রুত সমাপ্তি করে প্রকৃত দোষীদের ফাঁসির আবেদন জানান আগত পথসভার প্রতিবাদীরা। এখন দেখার মহিলা ডাক্তারের নৃশংস হত্যাকারীরা কবে সাজা পায় সেই দিকে তাকিয়ে আপামর পশ্চিমবঙ্গবাসী।