উল্টে যাচ্ছে টোটো আহত হচ্ছেন যাত্রীরা, তবুও রাস্তা সারাই হচ্ছে না অভিযোগ এলাকাবাসীর।

0
13

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : – আর কত বড় দুর্ঘটনা ঘটলে পুরোপুরি রাস্তা মেরামত হবে এমনই জিজ্ঞাসার চিহ্ন মুখে দাঁড়িয়ে মানিকপুর থেকে সাঁকরাইল যাবার এলাকাবাসী বৃন্দদের মুখে। মানিকপুর থেকে ভারত কো-অপারেটিভ পর্যন্ত রাস্তা খুঁড়ে জলের পাইপ গিয়েছে দীর্ঘ এক বছর হয়ে গেল। সাঁকরাইল এলাকাবাসীদের পরিশ্রুত পানির জল দেবার জন্য সরকারের এই দীর্ঘমেয়াদি প্রকল্প। প্রকল্পের কাজ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তা সম্পূর্ণরূপে পিচ ঢালাই হওয়া সম্ভব নয়। যদিও জনসাধারণের উদ্দেশ্যে এই প্রকল্প হওয়ায় সাধারণ মানুষ মেনে নিয়েছে, তথাপি পাইপ যাওয়ার দরুন যে সকল জায়গায় গর্ত হয়ে আছে সেই সকল জায়গায় যদি পাকাপাকিভাবে মেরামত করা হয় তাহলে ছোটখাটো দুর্ঘটনা থেকে সাধারণ মানুষ রেহাই পায়, এমনই অভিযোগ এলাকার বাসিন্দাদের। বুধবার রাতে এক যাত্রী বোঝাই টোটো উল্টে যায়। প্রশাসনের হস্তক্ষেপে আহতদের স্থানীয় হাজী এসটি মল্লিক হসপিটালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার তাদের ছেড়ে দেন। সেই আহত মহিলারা জানান আর কত বড় ধরনের দুর্ঘটনা ঘটলে এই সকল চলার অযোগ্য রাস্তা মেরামত হবে? এই রাস্তা দিয়ে স্কুলে বাচ্চাদের নিয়ে যেতে ভয় পাচ্ছে টোটো এবং অটোচালকগণ। পথ চলতি মানুষ এবং যানবাহনের যাত্রীগণ এক বাক্যে সকলে আবেদন করলেন প্রশাসকের কাছে যত দ্রুত সম্ভব এই বিপদজনক রাস্তা সারানো হোক! এর আগেও যাত্রী বোঝাই টোটো উল্টে যাবার ঘটনা ঘটেছে এই রাস্তা দিয়ে চলার ফলে। বড় ধরনের বিপদে হাত থেকে রক্ষা পেতে কত দ্রুত এই রাস্তা সারানো হয় সেই দিকে তাকিয়ে আপামর সাঁকরাইলবাসী।