কলপ : ঊষসী মুখোপাধ্যায়।

0
23

বাবা মাথায় কলপ লাগায়
ঢাকতে পাকা চুল।
কৃত্রিম এই পদ্ধতিটা
এক্কেবারে ভুল।।
বাবা যখন ব্যস্ত থাকে
হিসেব লেখার খাতায়।
দেখি পাকা চুলগুলো সব
আবার বাবার মাথায়।।
তাইতো বলি বাবা, কলপ
আর হবেনা মাখতে।
চাপা দিয়ে পারবে নাকো
ফুলের গন্ধ ঢাকতে।।
যখন যেটা হবে সেটা
মন থেকে নাও মেনে।
কি দরকার, লোকালে তো
সবাই তোমায় চেনে।।
বাড়লে বয়স পাকা চুলের
কদর অনেক বেশি।
পাখার হাওয়ায় জীবন কাটাও
কি দরকার, এসি!
জীবন মানে, সুখ- দুঃখ
এবং ভুল-ভ্রান্তি।
মেনে নিলে, মানিয়ে নিলে
তবেই পাবে শান্তি।।

স্কুল- শিপতাই মহুলা সতীরঞন বিদ্যামন্দির।